এনইউ অন-ক্যাম্পাস লাইব্রেরি সায়েন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৬:০৫
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অন-ক্যাম্পাস পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স’ বিভাগের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ও পিজিডি ইন এলআইএস প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা একমত পোষণ করে বলেন, ক্রমবর্ধমান বাজার চাহিদার সাথে তাল মেলাতে দক্ষ জনশক্তি গড়ার কোনো বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই প্রোগ্রাম চালু হয়।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা