পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছাতায় সব বাঙালি সংগঠন

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৬
অ- অ+

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সব বাঙালি সংগঠন ভেঙে নতুন সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’র সাথে যুক্ত হয়েছে। সে সাথে পার্বত্য চট্টগ্রামভিত্তিক বাঙালিদের সকল রাজনৈতিক সংগঠনগুলোর কমিটি বিলুপ্তি ঘোষণা এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাথে কাজ করার ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিলুপ্ত হওয়া প্রধান সংগঠনগুলো হলো- পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য অধিকার ফোরাম।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- সম অধিকার আন্দোলনের সাবেক মহাসচিব মনিরুজ্জামান মনির, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলমগীর কবির, বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পার্বত্য গণ পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান জাতীয় পার্টির রাঙামাটি জেলা আহবায়ক পারভেজ তালুকদার, পার্বত্য অধিকার ফোরামের রাঙামাটি জেলা সাবেক সভাপতি হাবিবুর রহমান, সম অধিকার আন্দোলনের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক।

সম্মেলনে জুরাছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে প্রচারণা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা