অস্ত্রসহ মিরপুরের সন্ত্রাসী হাসু আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২৬
অ- অ+

রাজধানীর মিরপুর ও শেরে বাংলা নগর এলাকার শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম হাসুকে আটক করেছে র‌্যাব। এ সময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও ১১০০ পিস ইয়াবা।

শুক্রবার বিকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন।

তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল শেরে বাংলা নগর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম হাসুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ১১২২ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ টির অধিক মামলা রয়েছে।’

‘ঢাকা শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসু বাহিনী মিরপুর আগারগাঁও ও শেরে বাংলা নগরসহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী প্রভাব করেছিল। ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদার ছাড়াও চাকরিজিবীদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করত। এছাড়া তার নেতৃত্বে এসব এলাকায় মাদক ব্যবসা চলছিল।’

ঢাকাটাইমস/১৩নভেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা