দক্ষিণ আফ্রিকার নতুন কোচ বাউচার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৬
অ- অ+

ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সংকট কেটে যেতে শুরু করেছে। দুইদিন আগেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এবার দলটির প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে সফলতম উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারের হাতে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন যৌক্তিক দাবির মুখে বড় পরিবর্তন আসতে শুরু করেছে দেশটির ক্রিকেটে। সংগঠনটির প্রথম বৈঠকের পরপরই তৎকালীন পরিচালককে পদচ্যুতি করানো হয়। সেই স্থানেই অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন স্মিথকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসেই স্মিথ জানিয়েছেন, প্রোটিয়াদের প্রধান কোচের দায়িত্বে বাউচারকে আনার চিন্তা করছে বোর্ড।

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর থেকে কোচিংয়েই ব্যস্ত ছিলেন বাউচার। বর্তমানে আফ্রিকার ঘরোয়া দল টাইটান্সের প্রধান দায়িত্বে আছেন তিনি। বাউচারের অধীনে দলটি একটি প্রথম শ্রেণির ও দুইটি ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে।

অবশ্য তাকে প্রধান কোচ করা নিয়ে বোর্ড কর্তাদের ভেতরে এখনো বিতর্ক আছে। বাউচার জাতীয় দলের হয়ে ১৪৭টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ এনরোচ নিকে পদচ্যুত হলেও জাতীয় দলের সাথে তাকবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বাউচারের সহকারী হিসেবে তাকে শুধু ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এছাড়া ব্যাটিং পরামর্শক হিসেবে জ্যাক ক্যালিসকেও দেখা যাবে।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা