রাজাকার তালিকায় নাম ওঠার উৎস খোঁজার দাবি টিপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:২২
অ- অ+
ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকার তালিকায় নিজের ও মুক্তিযোদ্ধাদের নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু। এ ঘটনার উৎস খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তিনি।

টিপু বলেছেন, ‘আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অথচ আমার নাম রাজাকারের তালিকায়!’

আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ প্রকাশ করেন টিপু।

প্রধান প্রসিকিউটর বলেন, ‘২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছে। অথচ আজ আমার নাম রাজাকারের তালিকায়।’

‘কীভাবে রাজাকার-আলবদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এল, সেটা কীভাবে হলো, এর উৎস খুঁজে বের করতে হবে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ বলেন গোলাম আরিফ টিপু।

তিনি আশা করেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের ভুল বুঝতে পারবে এবং খুব দ্রুত সংশোধনী দিয়ে তা নতুন করে প্রকাশ করবে। এ ছাড়া এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বেল আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গোলাম আরিফ টিপুর লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, ‘আমরা এর আগে যতবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ট্রাইব্যুনালের বিচারিক কাজের জন্য প্রয়োজনীয় নথি চেয়েছি তারা কোনোদিন তা আমাদের সরবরাহ করেনি।’

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এআইএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টারলিংকের সংযোগ যেভাবে পাওয়া যাবে
ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহাম
ঈদুল আজহায় অপোর আকর্ষণীয় অফার
যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা