ঈশ্বর প্রত্যেককেই ভালোবাসেন: পোপ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিন উপলক্ষে শান্তির বার্তা দিয়েছেন রোমান ক্যাথলিক খিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা উল্লেখ করে পোপ বলেছেন, ঈশ্বর প্রত্যেককেই ভালোবাসেন। এমনকী আমাদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটিও তার ভালোবাসা বঞ্চিত হন না।
বড়দিন উপলক্ষে মঙ্গলবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় জড়ো হওয়া হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন পোপ ফ্রান্সিস।
ঈশ্বরের ভালোবাসা সকলের ওপর রয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ যত গরিব বা পাপীই হোক না কেন তাতে ইশ্বরের অসীম ভালোবাসায় কোনো কমতি হবে না। মানুষ ভুল চিন্তা করতে পারে। পাপ করতে পারে, কিন্তু ঈশ্বর ভালোবেসেই যান।
তিনি বলেন, আমরা প্রায়ই ভাবি ভাল কাজ করলে ঈশ্বর আমাদের ভাল করবেন, আর খারাপ করলে তিনি আমাদেরকে সাজা দেবেন।কিন্তু ঈশ্বর আসলে এমন নন।
পোপ তার ভাষণে গির্জায় শিশু যৌন নিপীড়ন ও কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করেছেন এবং গির্জায় ত্রুটিপূর্ণ কোনো কাজের মধ্য দিয়ে ঈশ্বরের সেই স্বর্গীয় ভালোবাসার ছায়া থেকে কাউকে দূরে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন আমরা ঈশ্বরের কথা মাথায় রেখে তার ধ্যানে মগ্ন হয়ে ঐশ্বরিক সেই অপার ভালোবাসার ছায়াতলে নিজেদের সমর্পণ করি।’
বড়দিন উপলক্ষে বুধবার একই স্থানে ভাষণ দেবেন পোপ ফ্রান্সিস। পোপের ভাষণ শোনার জন্য ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় জড়ো হবেন হাজার হাজার মানুষ।
ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/একে

মন্তব্য করুন