রোহিঙ্গাদের গুলিতে দুই র‌্যাব সদস্য আহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২
ফাইল ছবি

গণহত্যা ও নির্যাতনের মুখে কক্সবাজারের টেকনাফে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মুচনী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য সৈনিক ইমরান ও করপোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, বিকালে তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন। তাদেরকে প্রথমে টেকনাফ সিটি হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :