সাহসিকতায় পদক পেলেন র‌্যাবের আলেপ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২০, ২০:৫৮
অ- অ+

রাষ্ট্রপতি পদক (পিপিএম সাহসিকতা) পেয়েছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন। রবিবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এই পদক গ্রহণ করেন্

জঙ্গি গ্রেপ্তার, নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, ১৭ দিন পর মাটি খুড়ে লাশ উদ্ধার এবং চার ধর্ষণকারীসহ নয়জনকে গ্রপ্তার করায় তাকে এই পদক দেওয়া হয়।

এ বছর ১১৮ জন পুলিশ সদস্যের হাতে তুলে দেয়া হয় বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদের কর্মকর্তারা। এদের মধ্যে মো. আলেপ উদ্দিনকে দেওয়া হচ্ছে পিপিএম সাহাসিকতা পদক।

আলেপ উদ্দিন ২০১৪ সালের ২ অক্টোবর র‌্যাব-১১তে যোগদান করেন। তিনি প্রথমে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এবং পরে ইন্ট অফিসার, মিডিয়া অফিসার ও জঙ্গি সেল ইনচার্জ অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব গ্রহণ করার পর র‌্যাব-১১ এর জঙ্গিবিরোধী কার্যক্রমে ব্যাপক গতির সঞ্চার হয়। তিনি তার পেশাদারিত্ব, বিচক্ষণতা ও সাহসিকতা দেখিয়ে চলতি বছর ১০টি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, একটি দোনলা বন্দুক, ১৪৬ রাউন্ড তাজা গুলি, ছয়টি ম্যাগজিন, ৫০ হাজার পিস ইয়াবা, ২৪৮ কেজি গাঁজা, এক হাজার ২৩৭টি চোরাই মোবাইল, নগদ দুই লাখ ৬৫ হাজার ৯৫০ টাকা এবং তিনজন অপহৃত ভিকটিম উদ্ধারসহ অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ডাকাত, হত্যা মামলার আসামি, ধর্ষণ ও অপহরণকারীসহ মোট ১০৮ জনকে গ্রেপ্তার করেন।

আলেপ উদ্দিন ২০১৩ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২০১৪ সালের ২ অক্টোবর র‌্যাবে যোগদান করেন।

১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর আলেপ উদ্দিন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের বাজারহাট উপজেলায়।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা