ঝালকাঠিতে দুর্বৃত্তের আগুনে পুড়ল খাবার হোটেল

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৩৭| আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৪৩
অ- অ+

ঝালকাঠিতে দুর্বৃত্তরা একটি খাবারের হোটেল পুড়িয়ে দিয়েছে। আগুনে পাশের একটি বসতঘরও পুড়ে যায়। সোমবার ভোরে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার শরীফ সল্ট কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, শরীফ সল্টের সামনে রাশেদ হাওলাদারের একটি খাবারের হোটেলে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে মালামালসহ হোটেলটি পুড়ে যায়। আগুনে হোটেলের পাশেই শরীফ সল্টের লেবারদের থাকার একটি ঘরও আংশিক পুড়ে যায়।

পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলায় অল্পের জন্য রক্ষা পায় শরীফ সল্টের কারখানা। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যেহেতু সেখানে দুইটি গ্রুপের মধ্যে ঝামেলা চলছে, এ মহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত গোপালগঞ্জে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা