সোলায়মানি হত্যার কঠোর প্রতিশোধ নেব: ইরানের সেনাপ্রধান

কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার কঠোর প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন।
বাকেরি বলেন, ইরান মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন সেনা বহিষ্কারের জন্য রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালানোর পাশাপাশি কঠোর প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মিলিয়ন ইরানি নাগরিক জেনারেল সোলায়মানির নামাজে জানাজায় অংশ নিয়ে আমেরিকার এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারই আহ্বান জানিয়েছে। কখন, কবে এবং কীভাবে সোলায়মানি হত্যার প্রতিশোধ নেয়া হবে তা ইরানই নির্ধারণ করবে।
গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলায়মানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের হাশদ আশ-শাবির উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।
টেলিফোনালাপে সোলায়মানির মৃত্যুতে ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীকে শোক ও সমবেদনা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, সোলায়মানি ছিলেন একজন জাতীয় বীর এবং ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ইরানের এই কমান্ডারের হত্যাকাণ্ডকে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে সের্গেই শোইগু বলেন, একটি দেশের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে তৃতীয় একটি দেশে হত্যার ঘটনা ইতিহাসে পাওয়া যায় না।
ঢাকা টাইমস/০৭জানুয়ারি/একে

মন্তব্য করুন