অপূর্ব-তিশার ‘কেমন যেন তুমি’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১১:২৮
অ- অ+

বর্তমান সময়ের ব্যস্ত এবং জনপ্রিয় দুই নাট্য তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। দুজনে অনেক আগেই তাদের মেধা ও বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে স্থায়ী আসন গেড়ে বসেছেন। জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে তারা কাজও করেছেন। সেগুলোর প্রতিটিই পেয়েছে দর্শকপ্রিয়তা।

এই জুটিকে নিয়ে নাটকপ্রেমীদের প্রত্যাশা অনেক। বিশেষ করে যারা প্রেমের গল্পের নাটক পছন্দ করেন। সেসব দর্শকদের আরও একবার মুগ্ধ করতে ‘কেমন যেন তুমি’ নামে নতুন একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন অপূর্ব-তিশা জুটি। তরুণ গল্পকার সৌরভ সাফওয়ানের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। প্রযোজনা করেছেন রাসেল আলম।

খুব সংক্ষেপে নির্মাতা মেহেদী হাসান জনি বলেন, ‘অসাধারণ একটি গল্প নিয়ে ‘কেমন যেন তুমি’ নাটকটি নির্মাণ করা হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ আজ সোমবার রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে এবং রাত ১০টায় সিডি চয়েজ ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে বলেও নির্মাতা জানান।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি 
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা