সাতক্ষীরায় যুবলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
| আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৪:৩৮ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১৪:১১

জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে একাধিক ওয়ারেন্ট মামলার আসামি, সাতক্ষীরা উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব হোসেন জানান, ‘শাহাজাদার বিরুদ্ধে দুটি সিআর এবং একটি জিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানকালে শাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, ‘শাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়েও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :