গ্রিসে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জহিরুল ইসলাম, গ্রিস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ২২:৪৩
অ- অ+

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী-২০২০ এবং মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে পাঠ্যচক্র বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখা। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এথেন্স বাংলাদেশ ইন্ডিয়ান রেস্টুরেন্টে মোহাম্মদ মুমিন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়।

গ্রিস ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব মাতুব্বরের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

প্রধান অতিথি ছিলেন গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন লিয়াকত।

সম্মানিত অতিথি ছিলেন গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার।

অন্যদের মধ্যে ছিলেন গ্রিস আওয়ামী লীগের সহসভাপতি আবিদ হানজালা, এমএ সামাদ মাতব্বর, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন মাস্টার, মোখলেছুর রহমান রহিম, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার গ্রিস আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী মৌসুমি পারভিন, গ্রিক বাংলা এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠা সভাপতি দাদন মৃধা, সভাপতি শেখ আব্দুস সালাম, গ্রিস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান ও যুগ্ম আ্‌বায়ক রাসেল মিয়া।

অনুষ্ঠানের শেষে কেক কাটা ও আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা