টঙ্গীতে জাপা নেতা দিপুর কুশপুতুলে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ২২:৫৮
অ- অ+

শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব পদ দেয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে টঙ্গী থানা ছাত্রলীগ। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে নুরুল ইসলাম দিপুর কুশপুতুল পুড়িয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেরাগআলী গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হোসেন কানন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন, টঙ্গী থানা যুবলীগ নেতা আমান উদ্দিন সরকার, লিটন উদ্দিন সরকার, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট বোন নাজমা হোসেন, সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার আশা, ৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পিংকু, ৪৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাজাদা সেলিম লিটন, ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৪৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী কামরুজ্জামান সুমন প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি নুরুল ইসলাম দিপুকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর এবং জাতীয় পার্টি কর্তৃক মনোনীত পদ থেকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানান।

গত শুক্রবার জাপার চেয়ারম্যান জিএম কাদের ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন। ওই তালিকায় তিন নম্বর যুগ্ম মহাসচিব পদে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা ফেরারি নুরুল ইসলাম দিপুর নাম রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে প্রকাশ্য দিবালোকে শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যার পর ইউরোপে পালিয়ে যান দিপু। ঘটনার পরদিন আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান টঙ্গী থানায় জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিপুসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৫ জুন উচ্চ আদালতের রায়ে নুরুল ইসলাম দিপুসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন। যাবজ্জীবন দেয়া হয় নয়জনকে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা