মুশফিককে নিয়ে কথা বললেন বাবর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:২১
অ- অ+

পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। মুশফিক সফরে না যাওয়ায় পাকিস্তান মিডিয়ায় বিভিন্নভাবে খবর প্রকাশ হয়েছে। এবার মুশফিককে নিয়ে মুখ খুললেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম।

প্রথম থেকেই পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অমত ছিল মুশফিকের। তবে তখনও নিশ্চিত হয়নি আদৌ পাকিস্তান সফরে যাবে কি না বাংলাদেশ।

মূলত পরিবার থেকে সম্মতি না থাকায় পাকিস্তান সফরে দলের সঙ্গে যাননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার পাকিস্তান না যাওয়া নিয়ে অনেক ট্রলও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এখন পাকিস্তানের মিডিয়ায় আলোচনার মূল বিষয় ‘মুশফিক’। এমনকি আজ সংবাদ সম্মেলনে মুশফিককে ঘিরে প্রশ্ন ছুঁড়ে দেন পাকিস্তানের সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম বলেন, ‘পুরো দল যেখানে এসেছে, সেখানে মুশফিকও চাইলে আসতে পারত। মুশফিক আসলে আমাদেরও অনেক ভালো লাগত। সে কেনো আসবে না তা আগেই জানিয়ে দিয়েছে।’

আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতলেও অল্পের জন্য সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। আর তাতেই বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না পাকিস্তানিরা।

বাবর বলেন, ‘টি-টোয়েন্টিতে কাউকেই হালকাভাবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ খুব নির্ভার একটা দল। তারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলতে পারে। আমরা বেশ ইতিবাচক। চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার।’

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা