আসছে মোটোরলার ভাঁজ করা স্মার্টফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:২০
অ- অ+

লেনোভো মালিকানাধীন প্রযুক্তি নির্মাণ কোম্পানি মোটোরলার ফোল্ডেবল (ভাঁজ করা যায়) স্মার্টফোন ‘মোটো রেজর’ বাজারে আসছে। যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি আসবে ৬ ফেব্রুয়ারি।

ফোনটি কেনার জন্য মার্কিন ক্রেতারা জানুয়ারি ২৬ থেকেই প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটির মূল্য ধরা হয়েছে ১৪৯৯ ডলার।

যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি নিয়ে আসছে দেশটির মোবাইল সেবাদাতা ‘ভেরাইজন ওয়্যারলেস’। খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

ফোনটির ব্যাপারে গত বছরের নভেম্বরে প্রথম জানিয়েছিল মোটোরোলা। তবে শুধু যুক্তরাষ্ট্রে নয়, ভারতের বাজারেও ফোনটি আসবে বলে টুইট করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও নিজেদের ওয়েবসাইটে ফোল্ডেবল ফোনটির জন্য নিবন্ধন খুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্পেসিফিকেশনের হিসেবে দুই পর্দায় আসছে মোটো রেজর। একটি পর্দা ভেতরে থাকবে, আরেকটি বাইরের দিকে। ভাঁজ খোলা অবস্থায় ফোনটির ওএলইডি পর্দার মাপ দাঁড়াবে ৬.২ ইঞ্চি।

আর ভাঁজ করা অবস্থায় ফোনটির বাইরের পর্দার মাপ থাকবে ২.৭ ইঞ্চি। ফোনটির পর্দার আনুপাতিক হার দাঁড়াচ্ছে ৪:৩-এ।

ভাঁজ খোলা অবস্থায় ফোনের ভেতর পাঁচ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা দেখা যাবে। স্মার্ট ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর, ছয় গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট আভ্যন্তরীন স্টোরেজ।

ডিভাইসের বাইরের ‘কুইক ভিউ ডিসপ্লে’তে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ওই ক্যামেরাটিই ফোনের ভাঁজ খোলা অবস্থায় ‘রিয়ার ক্যামেরা’ হিসেবে কাজ করবে।

১৬ মেগাপিক্সেল ক্যামেরাটিতে থাকছে ‘ইআইএস’, ‘ডুয়াল পিক্সেল’ ‘অটোফোকাস’,‘লেজার অটোফোকাস’ এবং ‘কালার করেলেটেড টেম্পারেচার’।

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা