টাঙ্গাইলের জয়নাল কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ১৬:৩০

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এনাম জয়নাল আবেদীন। তার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামে।

গত বুধবার পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সহসভাপতি ছিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খানসহ সকল নেতা এনাম জয়নাল আবেদীনকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া তাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় পার্টির চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নেতাকর্মীরা।

প্রসঙ্গত, এনাম জয়নাল আবেদীন ১৯৯৩-৯৮ সাল পর্যন্ত মির্র্জাপুর সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সম্পাদক ও টাঙ্গাইল জেলা ছাত্র সমাজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭-৯৮ সালে মির্জাপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সমাজ মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত তিনি জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন টাঙ্গাইল ক্লাব, সাধারণ গ্রন্থাগার, শিল্পকলা একাডেমি, রেডক্রিসেন্ট সোসাইটি ও ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতির আজীবন সদস্য।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। তার একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :