সাইফুল আলমের জীবনভিত্তিক তথ্যচিত্রের প্রদর্শনী শুক্রবার

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৫
অ- অ+

৭০ বছরের প্রবীণ ‘কিশোর’-এর গল্প নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘আষাঢ়’। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এটির প্রদর্শনী হবে। ‘আষাঢ়’ হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার মো. সাইফুল আলমের জীবনভিত্তিক তথ্যচিত্র।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আষাঢ়’ হচ্ছে এই জীবন্ত কিংবদন্তির দৃশ্য গল্প। যেখানে ঝরেছে অসহায় জীবনের জন্য তার কান্না, ঠিক আষাঢ়ে ঝরা বৃষ্টির মত। ছোটবেলায় এতিম হওয়ার পর বিধবা নানীর ভালোবাসায় বেড়ে ওঠেন তিনি। অর্থিক সামর্থ্য ছিল না, তবুও শিক্ষা লাভের স্বপ্নকে চাপা দেননি। এজন্য স্কুল ছুটির পর হকার হয়ে বসতেন সেই স্কুলের গেটে, যে স্কুলে তিনি পড়তেন।

সরকারের বিচারিক বিভাগ থেকে অবসর নিয়ে তিনি আবার কাজে নেমে পড়েছেন। এখন পেশা অধ্যাপনা। পড়ান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। লিখেছেন ৩৫টি আইনবিষয়ক বই। আইনের ভাষা যেন সবার জন্য বোধগম্য হয় সে জন্যই তার এই প্রয়াস। তাকে নিয়ে বানানো তথ্যচিত্রের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

এই প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিশেষ অতিথি থাকবেন এপিলেট ডিভিশনের বিচারপতি আবু বকর সিদ্দিকী, লেখক ও ব্যাংকার ড. লিপন মুস্তাফিজ, নির্মাতা ইমতিয়াজ পাভেল, মুন্সীগঞ্জ জেলা জজ হোসনে আরা আজাদ চৌধুরী প্রমুখ।

ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/একে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা