চট্টগ্রামে আইনজীবীদের নির্বাচন: আ.লীগ পেল ৭, বিএনপি-জামায়াত ১২

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০
অ- অ+

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাকসহ সাতটি পদে জয়ী হয়েছে আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আর যুগ্ম-সম্পাদকসহ ১২টি পদে জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ।

সোমবার দিবাগত গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এতে ১৯ পদে ৪২ জন নির্বাচন করেছেন। সমন্বয় পরিষদ থেকে ১৫১৪ ভোট পেয়ে সৈয়দ মোক্তার আহমদ সভাপতি ও ১৬০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন নির্বাচিত হয়েছেন।

ঐক্য পরিষদ থেকে মুহাম্মদ এনামুল হক সভাপতি পদে পেয়েছেন ১৩৭২ ভোট ও মোহাম্মদ আবদুস সাত্তার সারোয়ার সাধারণ সম্পাদক পদে পেয়েছেন ১১৯৭ ভোট। সমন্বয় পরিষদ থেকে এবারের নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন অর্থ সম্পাদক পদে মঈনুল আলম চৌধুরী টিপু (১৯৯৯ ভোট) ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইমরুল হক মেনন (২২৮৯ ভোট)।

ঐক্য পরিষদ থেকে বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. ছাবেদুর রহমান পেয়েছেন ১৯৩৩ ভোট, সহ-সভাপতি মো. আজিজুল হক চৌধুরী ১৮৯৮ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ কবির হোসাইন ১৫৬১ ভোট, পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর সানজিক ১৬৪১ ভোট, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রুনা কাসেম ১৯৪৫ ভোট। নির্বাহী সদস্যপদে এএসএম রিদুয়ানুল করিম, মো. মেজবাহ উদ্দিন, মো. মনজুর হোসেন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, শেখ তাপসী তহুরা ও তানজিন আক্তার সানি।

মো. রবিউল আলম, মুহাম্মদ শফিউল আজম বাবর ও নাসরিন আক্তার চৌধুরী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা