ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১২

ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইখলাস শেখ নামে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি মোবাইল সেট, আটটি সিমকার্ড এবং ফেনসিডিল।

র‌্যাব-৮ এর (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতারক চক্রটি ফরিদপুরের বিভিন্ন এলাকায় বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। বিষয়ে নিয়ে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্য যাচাইয়ে মাঠে নামে। গত মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ইখলাস শেখকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, অসৎ উপায়ে চক্রের সদস্যরা মোবাইলের সিম কার্ড রেজিস্ট্রেশন ও বিকাশ অ্যাকাউন্ট খুলত। তাদের সাহায্য করত সিম বিক্রেতা ও বিকাশের এজেন্টরা। চক্রটি সাধারণ মানুষকে ফোন করে নিজেদের বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে বিকাশের পিন কোড জেনে নিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে র‌্যাব কাজ করছে।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :