মাশরাফির বাবা-মায়ের হাতে মিষ্টি খেলেন অভিষেক

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০

বিশ্বকাপ জয়ের পর নিজ জন্মভূমি নড়াইলে ফিরে প্রথমেই কিংবদন্তি ক্রিকেটার নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার বাড়ি শহরের মহিষখোলায় যান। সেখানে মাশরাফির মা-বাবা অভিষেককে মিষ্টি খাইয়ে দেন।

বৃহস্পতিবার বিকালে যশোর বিমানবন্দরে থেকে মোটর শোভাযাত্রায় অভিষেককে বরণ করে নেয় নড়াইলবাসী। শোভাযাত্রাটি অভিষেকদের বাড়ি শহরের বাঁধাঘাট এলাকায় পৌঁছায়।

এ সময় এলাকাবাসীর আশীর্বাদ চেয়ে অভিষেক দাস বলেন, ‘আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এর চেয়ে ভাল কিছু করতে পারি।’

এ সময় অভিষেকের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু, ক্রিকেট কোচ সৈয়দ মঞ্জুর তৌহিদ তুহিন, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অভিষেক গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যুব বিশ্বকাপ ফাইনালে ভারতের গুরুত্বপূর্ণ ৩ ইউকেট শিকার করে খেলায় অনেক অবদান রাখেন।

তার এ অবদানের জন্য আনন্দিত অভিষেকের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবসহ নড়াইলবাসী।

অভিষেক এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে থেকে ‘ব্যবসায় শিক্ষা’ শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অভিষেকের মা-বাবা বলেন, ‘আমরা ভীষণ খুশি হয়েছি। যা ভাষায় প্রকাশ করা যায় না। ও দলের জন্য ভবিষ্যতে আরো ভালো করবে, এ কামনা করি। অরণ্য (অভিষেক) আমাদের সোনার সন্তান মাশরাফির আদর্শে অনুপ্রাণিত। ও ক্রিকেটে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।’

এদিকে বিশ্বকাপ জয়ের পর থেকে প্রতিদিন অভিষেকদের বাড়িতে বিভিন্ন পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলা শহরসহ গ্রামাঞ্চলে সর্বত্র চলছে অভিষেক বন্ধনা।

সবার মুখে একটিই কথা, ক্রিকেট বিশ্বের ‘জীবন্ত কিংবদন্তি মাশরাফি’র উত্তরসূরি আমাদের অভিষেক।

নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার শহরে অভিষেক উদীয়মান এক ক্রিকেটার। অভিষেক তার ধারাবাহিকতা রক্ষা করে দলের জন্য ভবিষ্যতে আরো ভালো করবে, এই কামনা করি।’

বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের ছেলে অভিষেক দাস। এছাড়া রাকিবুল, শরিফুল, ইমন এবং দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ-সবাইকে অভিনন্দন। তুমি দুর্দান্ত আকবর আলি। শুধু আবেগটা ধরে রাখতে পারলেই হবে। কী অসাধারণ সাফল্য। বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য অনিন্দ্য সুন্দর মুহূর্ত।’

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :