মধ্যপ্রাচ্য বিএনপির দায়িত্ব পাওয়ায় মুকিবকে অভিনন্দন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৯
অ- অ+

মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব পাওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরবের সভাপতি আহমদ আলী মুকিবকে অভিনন্দন জানিয়েছেন নড়াইল জেলা বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক ও সৌদি আরব বিএনপির অর্থ সম্পাদক ইনামুল কবির নাজমুল।

এক বিজ্ঞপ্তিতে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও বিএনপি নেতা ইনামুল কবির নাজমুল বলেন, আহমদ আলী মুকিবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সংগঠন আরও গতিশীল হবে।

তিনি বলেন, আমার রাজনৈতিক অভিভাবক আহমদ আলী মুকিবকে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব দেয়ায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নীতি নির্ধারকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরবের সভাপতি আহমদ আলী মুকিবকে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা