তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩
অ- অ+

ভারতের তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ট্রাক থেকে কন্টেইনার গড়িয়ে পড়ে বাসে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি) কোয়েম্বাটুরের একটি কনটেইনার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বহু যাত্রী মারাত্মক আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৫ জন মহিলা।

জানা গেছে, ভলভো বাসটি এরনাকুলাম থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল আর ঠিক তার উলটো রুটে আসছিল ট্রাকটি। কোয়েম্বাটুর- সালিম হাইওয়েতে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

কেরালার পরিবহন মন্ত্রী এ কে সাসীনধ্রন জানিয়েছেন আহতদের মধ্যে বেশীরভাগ ত্রিসুর, এরনাকুলাম এবং পালাক্কারের বাসিন্দা। তাঁদের চিকিৎসার দিকে খেয়াল রাখা হবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা