চট্টগ্রাম সিটিতে ধানের শীষ পেলেন শাহাদত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬
অ- অ+
বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদত হোসেন (ফাইল ছবি)

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে শাহাদাতের নাম ঘোষণা করা হয়।

এছাড়া জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-১ নির্বাচনী এলাকায় একেএম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর-৬ নির্বাচনী এলাকায় মো. আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় বিএনপি।

চট্টগ্রাম সিটিতে বিএনপির হয়ে নির্বাচনে লড়তে ডা. শাহাদাত হোসেন ছাড়াও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নেয়াজ মোহাম্মদ খান, সৈয়দ আজম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ ও নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ডা. লুসি খান দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। সৈয়দ আজম উদ্দিন ছাড়া বাকিরা সবাই কেন্দ্রীয় দপ্তরে তা জমা দেন। যাচাই-বাছাই শেষে দল শাহাদতকে মনোনয়ন দিলো।

এর আগে রবিবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ৪১টি ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে নগর বিএনপি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ চট্টগ্রামে মেয়র পদে রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। আগামী ২৯ মার্চের নির্বাচনে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে ডা. শাহাদত হোসেনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা