লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ২০:২৩
অ- অ+

লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় রাজু হোসেন ইমন নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় আসামির অনুপস্থিতিতে লক্ষ্মীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর দুই আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে ২০১৬ সালের ২ নভেম্বর হানিফের চার বছরের শিশু আব্দুল্লাহকে খেলার মাঠ থেকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় আসামি রাজু। এ ঘটনায় ২৯ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে শিশুটির মা আমেনা বেগম মামলা করেন। এরপর ১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে তাকে উদ্ধার করে তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ১১ জনের সাক্ষ্য শেষে এ রায় দেয়।

(ঢাকাটাইমস/৪মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
আমদানি-রপ্তানির ট্রেজারি শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা