কক্সবাজারে সার্জিকেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ২২:৪৫
অ- অ+

বেশি দামে পণ্য বিক্রি ও অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধে কক্সবাজারের এক সার্জিকেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের পানবাজার সড়ক সংলগ্ন খান মার্কেটের দ্বিতীয় তলার কক্সকো সার্জিকেলে এই অভিযান চালানো হয়। এই মালিক উত্তম কুমারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। সেই সঙ্গে অন্যান্য দোকানদারদেরকেও সতর্ক করা হয়েছে। অভিযানকালে আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিকে কেন্দ্র করে সার্জিকেলের দোকানে বিভিন্ন পণ্যে অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ করা হয়। ভোক্তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকানদারকে জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয় অন্যান্য দোকানদারদের।

(ঢাকাটাইমস/২৬মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা