মেসি-সুয়ারেজদের বেতন কাটছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৫:৩১
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় মেসি-সুয়ারেজদের বেতন কাটছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। বার্সেলোনা ক্লাব থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারনে আয়ের উৎস কমে যাওয়ায় খেলোয়াড়দের বেতন কাটা হবে। যদিও সকলে এই আওতায় আসবে কি-না তা এখনো নির্দিষ্ট করে বলেনি বার্সা।

করোনাভাইরাসে সংক্রমণে স্পেন জুড়ে ৫৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার মারা গেছে। ফলে পুরো স্পেনে সকল ফুটবল খেলে স্থগিত করা হয়।

এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব জানায়, ‘কোভিড-১৯ মহামারীর জন্য সকল প্রতিযোগিতাই স্থগিত। আমাদের ক্লাবের সকল কার্যক্রম, খেলাধুলাও স্থগিত। ফলে ক্লাবটির আথিক আয় কমে যাওয়ায় এ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছে। মূলত, পরিস্থিতির কারনে বাধ্য হয়ে সকল কার্যক্রমই কমে গেছে। তাই চুক্তিতে প্রদত্ত পারিশ্রমিকও হ্রাস পেয়েছে।’

কাতালান ক্লাবটি বেতন কাটার পরিমানটি বা কর্মচারীরা কতটা ক্ষতিগ্রস্ত হবে তা উল্লেখ করেনি।

(ঢাকাটাইমস/২৮ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা