আকিজ গ্রুপের হাসপাতাল

জনগণকে সহনশীল হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৪:৫৬

রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের অর্থায়নে নির্মিতব্য হাসপাতাল তৈরিতে যারা বাধা দিয়েছেন তাদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় করোনাভাইরাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান করোনার চিকিৎসায় এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে তারা কাজ করছে। এখানে আকিজগ্রুপ ভবন তেরি করে দিতে চায়, তাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে তো আমি মনে করি দেশবাসীর খুশি হওয়ার কথা।'

জাহিদ মালেক বলেন, 'প্রয়োজন না হলে আমরা তা ব্যবহার করবো না। তবে আমি মনে করি জনগণের সহনশীল হওয়া উচিত।’

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় বাংলাদেশের অবস্থা এখনো অনেক ভালো বলে জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/ ২৯ মার্চ/ টিএটি/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :