বার্সায় ফিরতে চান জাভি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১১:২১
অ- অ+

১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল অবধি চষে বেড়িয়েছেন ন্যুক্যাম্পের মাঠ। মেসি-পিকেদের সঙ্গে কাটিয়েছেন বার্সেলোনার স্বর্ণযুগ। স্পেন ছাড়ার ৫ বছর পর আবারো নিজের সাবেক ক্লাবে ফিরতে চাইছেন জাভি হার্নান্দেজ। তবে এবার আর মেসিদের সতীর্থ হিসেবে নয়, দলের প্রধান কোচ হিসেবেই ফিরতে চাইছেন তিনি। রবিবার (২৯ মার্চ) স্পেনের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথার জানান দেন এই সাবেক কাতালান মিডফিল্ডার।

কাতারের ক্লাব আল-সাদে খেলছেন জাভি। এমন সময় গতকাল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি পরিস্কার যে, আমি বার্সেলোনায় ফিরতে চাই, এ জন্য আমি খুব উতলাও। সম্ভবত বছর খানেক আগে আমি নিজেকে কিছু সম্মান দিতে পারতাম, কিন্তু এখন আমি নিজেকে কোচিংয়ে দেখতে চাই।’

৪০ বছর বয়সী বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার আরও বলেন, ‘তবে আমি তাদেরকে এটা পরিস্কার করেছিলাম যে, শূন্য থেকে শুরু হওয়া একটি প্রকল্পে আমি নিজেকে দেখেছিলাম এবং সেসব সিদ্ধান্ত আমার নেওয়ার ছিল।’

চলতি আসরের মাঝামাঝি আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে জাভিকে প্রধান কোচ করে ক্যাম্প ন্যুয়ে ফেরাতে চেয়েছিল বার্সা কর্তৃপক্ষ। কিন্তু আল-সাদের কথা মাথায় রেখে এবং কিছু ব্যক্তিগত কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। অবশ্য ভালভার্দে ঠিকই চাকরিচ্যুত হোন এবং ক্যাম্প ন্যুয়ে আসেন রিয়াল বেতিসের সাবেক কোচ কিকে সেঁতিয়েন।

(ঢাকাটাইমস/৩০ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা