জামালপুরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৬:০৭
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌর এলাকার আরামনগর গ্রামে নাজমুল হাসান (১৫) নামে দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত নাজমুল উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানিপুর গ্রামের সাইদুর রহমান মুন্সির ছেলে। সে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মা শামছুন্নাহার জানান, নাজমুল বৃহস্পতিবার রাতে খেয়ে নিজ কক্ষে শুয়ে পড়ে। সকালে তার বাবা ডাকাডাকি করার পরও না উঠলে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখা যায়। রাতের কোনো এক সময়ে সে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তার মা।

পারিবারিক সূত্র জানায়, সাইদুর স্ত্রী ও দুই ছেলে নিয়ে কয়েক বছর আগে গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের পাশে মোর্শেদা খানমের ভাড়াটিয়া বাসায় উঠেন। তার ছেলে মা-বাবার উপর অভিমান করে এমনটা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

সরিষাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) জোয়াহেরুল ইসলাম খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা