৫১ হাজার পরিবারে সিলেট সিটি করপোরেশনের খাদ্য সহায়তা

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২২:২৬
অ- অ+

সিলেট সিটি করপোরেশনের ‘খাদ্য ফান্ড’-এর আওতায় এ পর্যন্ত ৫১ হাজার ২০০ পরিবারে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। সিটি করপোরেশনের দুর্যোগ মোকাবিলা স্থায়ী কমিটির তত্ত্বাবধানে ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সংকটকালীন এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে নাগরিকদের ঘরে ঘরে।

করোনার সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক দীর্ঘ ছুটির কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের কর্মহীন হয়ে পড়ায় সিলেট সিটি করপোরেশন এলাকায় অবস্থানকারী নাগরিকদের খাদ্য সংকট নিরসনে এই ফান্ড গঠন করে সিটি করপোরেশন।

শুক্রবার রাতে নগরীর ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডে নাগরিকদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আজম খান, তাকবির ইসলাম পিন্টু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ।

এছাড়া খাদ্য ফান্ডের আওতায় সিটি করপোরেশনের ৩, ১৮, ১৯, ২০, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসব ওয়ার্ডে ২০ হাজার ১০০ পরিবারসহ গত কয়েকদিনে মোট ৫১ হাজার ২০০ পরিবারে দেয়া হলো এই খাদ্য সহায়তা।

প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু ২ কেজি, ১ কেজি পেঁয়াজ, তেল ১ লিটার ও আধা কেজি লবণ দেয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে অবস্থানের আহবান জানান মেয়র।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা