ইতালিতে দুই চিকিৎসকসহ আরও ৬৮১ জনের মৃত্যু

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। মৃত্যুর সংখ্যা যেমন দিনদিন বাড়ছে, তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাস আতঙ্কে হতাশায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। তা সত্ত্বেও করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর মিছিল অব্যাহত আছে।

শনিবার দুই চিকিৎসকসহ প্রাণ হারিয়েছে ৬৮১ জন। এ নিয়ে মোট ৮০ চিকিৎসক করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১১ হাজার ২৫২ জন চিকিৎসা কর্মী আক্রান্ত হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের সুরক্ষা বাহিনীর ৫২ বছরের একজন পুলিশ অফিসার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আজকের মৃত্যহার আগের কদিনের চেয়ে কম। শুক্রবার প্রাণ হারায় ৭৬৬ জন। বৃহস্পতিবার প্রাণ ৭৬০ জন। বুধবার প্রাণহানির সংখ্যা ছিল ৭২৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। একদিনে নতুন আক্রান্ত চার হাজার ৫৮৫ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা চার হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ২৩৮ জন । চিকিৎসাধীন ৮৮ হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ২৪ হাজার ৬৩২ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ হাজার ৯৯৬ জন।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ৩৪৫ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে আট হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ১১৮ জন। আজ মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১০৮ জন।

প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে, জনগণের মনে সাহস জোগাতে প্রায় প্রতিদিনই সান্ত্বনা দিয়ে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন। কারো যেন মনোবল এখনই দুর্বল হয়ে না যায়। করোনা মোকাবিলায় জনগণের জন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। জোসেপ্পে কন্তে দেশজুড়ে ‘জরুরি নয়’এমন সব ধরনের ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া বাড়ির বাইরে সবধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভেন্ডিং মেশিনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। সুপার মার্কেট, ফার্মেসি, পোস্ট অফিস ও ব্যাংক খোলা থাকবে এবং গণপরিবহনও সচল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি বর্তমানে কঠিন সময় পার করছে। তবে দেশের এই কঠিনতম সময় সহসাই কাটিয়ে উঠার আশ্বাস দেন তিনি। এদিকে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার মিলানের মেয়র জোসেপ্পে সালা বলেন, মিলানে এখনো প্রচুর লোক বাইরে চলাচল করছে। তিনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেন আরো বেশি কঠোর হতে এবং অপ্রয়োজনীয়ভাবে যারা বাইরে ঘোরাফেরা করছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে।

এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। শনিবার মিশরের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা সামগ্রী নিয়ে ইতালিতে এসেছেন। এছাড়াও করোনায় আক্রান্তদের সহযোগিতায় আলবেনিয়া, চীন, কিউবা এবং রাশিয়া থেকে আগত মেডিকেল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ইউরোপের অন্যান্য দেশে প্রাণ হারানোর সংখ্যা স্পেন ৫৪৬ জন, জার্মান ৫৫ জন, ইংল্যান্ড ৭০৮ জন, সুইজারল্যান্ড ৫০ জন, বেলজিয়াম ১৪০ জন, হল্যান্ড ১৬৪ জন, অস্ট্রিয়া ২০ জন, পর্তুগাল ২০ জন, নরওয়ে ৩ জন, সুইডেন ১৫ জন, ডেনমার্ক ২২ জন, পোল্যান্ড ২, রোমানিয়া ৮, গ্রিস ৫, ফিনল্যান্ড ৫ জন, স্লোভেনিয়া ২ জন।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমি ধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

ভারতে লোকসভা নির্বাচন: চতুর্থ ধাপে ৯৬ আসনে ভোটগ্রহণ চলছে

রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হচ্ছেন সের্গেই শোইগু

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :