আবারো বাবা হচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৩:০৫| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৪:০৯
অ- অ+

দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছেন সাকিব আল হাসান। করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব যখন দুঃসংবাদ পেয়েই চলেছে তখন সাকিব আল হাসানের পরিবারে সুসংবাদ। আলাইনা হাসান অব্রি বড় বোন হতে চলেছেন, সাকিব-শিশিরের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। যদিও প্রত্যক্ষভাবে কিছু বলেননি সাকিব। দ্বিতীয় সন্তান সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেননি দেশসেরা এই অলরাউন্ডার।

নিজের অফিশিয়াল ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে মেয়ে আলাইনার ছবি দিয়ে সেখানে সাকিব ক্যাপশনে লিখেছেন ‘বিগ সিটারহুড’। ছবিতে আলাইনার হাতে একটি ছোট্ট শিশুর জামা, যেখানে লেখা ওয়েলকাম হোম। একই ছবি একই ক্যাপশনে পোস্ট করেছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরও। ইঙ্গিতটা স্পষ্ট, তাই কমেন্ট বক্সে অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন সাকিব ও শিশির।

২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের নভেম্বরে শিশিরের কোল আলো করে পৃথিবীতে আসে আলাইনা।

বর্তমানে স্ত্রী ও প্রথম কন্যা সহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। করোনার ভয়াবহতা চলার মধ্যেই যুক্তরাষ্ট্রে যান সাকিব। তবে পৌছেই পরিবারের কাছে যেতে পারেননি। ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইনে থেকে তারপর পরিবারের কাছে যান।

(ঢাকাটাইমস/০৭ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি 
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা