বিশ্বকাপ ফাইনালের জার্সি বেচে দিলেন বাটলার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৩:২০

করোনাভাইরাসের কঠিন পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপের জার্সি নিলামে তুলেছিলেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। নিলামে এই উইকেটকিপার ব্যাটসম্যানের জার্সিটির সর্বোচ্চ মূল্য উঠে ৬৫ হাজার ১০০ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা।

১৪ জুলাই ২০১৯। ইংল্যান্ডের লর্ডসে, বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। রোমাঞ্চকর সেই ফাইনালের কথা আজও স্মৃতির ফ্রেমে উঁকি দেয় লাখো ভক্তের হৃদয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ দৃশ্যপটে ছিলেন জস বাটলার। সুপার ওভারের শেষ বলে মার্টিন গাপটিলকে রান আউট করে রীতিমত নায়ক বনে যান এ ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের বুনো উল্লাসে মেতে উঠে থ্রি লায়নরা।

করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্তব্ধ বিশ্ববাসী। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বের ১৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত। এরই মধ্যে ইতালি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিন মহামারি রূপ নিয়েছে। এমন কঠিন পরিস্থিতে নিজের অমূল্য সম্পদ বিসর্জন দিচ্ছেন জস বাটলার। নিজ দেশ ইংল্যান্ডের দুটি হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য গত ৩১ মার্চ বাটলার তার জার্সিটি নিলামে তোলেন।

যে জার্সি গায়ে জস বাটলার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। শুধু তাই নয়, স্মরণীয় এ জার্সিতে সতীর্থদের অটোগ্রাফও নিয়ে রেখেছিলেন তিনি। নিলামে ৮২টি বিডে জার্সিটির সর্বোচ্চ মূল্য উঠে ৬৫ হাজার ১০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা। মানবিক কাজে জার্সিটির মূল্য পাওয়ায় উচ্ছসিত জস বাটলার।

(ঢাকাটাইমস/০৯ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :