পিরোজপুরে আইনজীবী ও সহকারীদের পাশে প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ২৩:২২

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম করোনা দুর্যোগে সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তার ব্যাক্তিগত তহবিল থেকে পিরোজপুরের ৫৬ আইনজীবী ও ২০ আইনজীবীর সহকারীকে তিন লাখ টাকা অনুদান দিয়েছেন।

পিরোজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মন্ত্রীর পক্ষে এ অনুদানের টাকা বিতরণ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক চন্ডীচরণ পাল। পিরোজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএ হাকিম হাওলাদার, সাবেক পিপি এম শাহ আলম, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সাবেক সভাপতি ও বর্তমান পিপি খান মো. আলাউদ্দিন।

এর পূর্বে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই ও অনুদান সহায়তা দিয়েছেন তিনি।

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় তিন উপজেলায় শ. ম রেজাউল করিম এমপির ব্যক্তিগত তহবিল থেকে ইতোমধ্যে ত্রাণ সামগ্রী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :