ফরিদপুরের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে জব্দ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২১:৫৮

ফরিদপুরের সদরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চার বস্তা চাল (১২০ কেজি) রিকশাভ্যানে করে পাচারের সময় আটক করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ভ্যানচালককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয় বাংলা বাজার এলাকার ডিলার মো. হালিমের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ওই চাল একটি ভ্যানে পাচার করার সময় ভ্যানচাক মো. বাবলুসহ ভ্যানটি আটক করে এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল চন্দ্র শীল ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জব্দকৃত চাল উপজেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। এ সময় ডিলার হালিম পালিয়ে যান। তার ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :