করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মে ২০২০, ১৩:৪৯ | প্রকাশিত : ০১ মে ২০২০, ১২:২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। তার নাম নাজির উদ্দীন। তিনি পুলিশের উপ-পরিদর্শক ছিলেন। কাজ করতেন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায়।

শুক্রবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানায়, নাজির উদ্দীনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পুলিশ সদস্য নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তার নামাজে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আরও দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা যান। এর আগে বুধবার মারা যান একজন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চার পুলিশ সদস্য মারা গেলেন। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, এখন ঢাকাসহ সারা দেশে পুলিশে ৫৩৭ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/১মে/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :