লকডাউন মেনে কলকাতায় রবীন্দ্রজয়ন্তী পালিত

তৌহিদুর রহমান, কলকাতা
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ২১:০২| আপডেট : ০৮ মে ২০২০, ২১:০৯
অ- অ+

করোনা মহামারির মধ্যেই লকডাউন বিধি মেনে রবীন্দ্রজয়ন্তী পালন হয়েছে কলকাতায়। শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে বরাবরের মতো রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো হলো একেবারেই অনাড়ম্বরভাবে। পাশাপাশি প্রতি জেলায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে করোনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গান ব্যবহার করে ‘কবিপ্রণাম’ কর্মসূচিও পালিত হয়েছে।

রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে শুক্রবার বিকালে জনসমাগম ছাড়াই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগমে হৃদয় দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করলেও এই বছর লকডাউনে সব স্তব্ধ। কিন্তু মনকে তো স্তব্ধ করা যায় না। তাই এই আধো আলোতেও রবীন্দ্রজয়ন্তী পালন করছি। বিশ্বকবি সবসময়ই আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক হিসেবে থাকবেন।

প্রসঙ্গত, অন্যান্য বার বিকাল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। সাধারণ শ্রোতাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্য এবং অতিথিরা।

(ঢাকাটাইমস/৮মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা