গাজীপুরে সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২০, ১৯:২১
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জ থানার পানজোড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১। আটককৃতরা হলেন- মো. আব্দুল শুক্কুলর ও মো. নুর হোছাইন।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কালীগঞ্জের পানজোড়া মোড়ে মাটির ঘর নামক রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৬ হাজার ৭৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মো আব্দুল শুক্কুলরের ও মো. নুর হোছাইনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার জাহালিয়া পাড়ার লেঙ্গুর বিল গ্রামে।

র‌্যাব-১ এর একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা কেনা-বেচার জন্য ওই রেস্টুনরেন্টের সামনে অবস্থান করছে। পরে আজ বেলা ১১ টার দিকে ঢাকা সিটি বাইপাস রোডে সেই রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের দেহে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটের চালান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা