চাটমোহরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, দুইজনকে জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ২১:৩৬
অ- অ+

পাবনার চাটমোহরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি ও সংরক্ষণের অপরাধে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার দোলং মহল্লায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইকতেখারুল ইসলাম এ জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন- দোলং গ্রামের মাংস বিক্রেতা জমির উদ্দিন এবং একই গ্রামের গরুর মালিক ইসলাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইসলাম হোসেনের একটি গরু অসুস্থ হয়ে পড়লে জমির উদ্দিনের কাছে বিক্রি করেন তিনি। পরে জবাই করে ওই গরু মাংস কিছুটা বিক্রি করে বাকিটা বাড়ির ফ্রিজে সংরক্ষণ করেন জমির উদ্দিন। বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে পুলিশের সহযোগিতায় জমির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পান নির্বাহী হাকিম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জমির উদ্দিনকে ২৫০০০ এবং গরুর মালিক ইসলাম হোসেনকে ২৫০০০ টাকা জরিমানা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা একরামুল কবির তপন, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও থানা পুলিশের সদস্যরা।

ঢাকাটাইমস/১৬মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা