আলফাডাঙ্গায় একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২০, ১৬:৫৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আলফাডাঙ্গা উপজেলায় নতুন করে যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে রয়েছে একজন অজ্ঞাত মৃত পাগল ব্যক্তি। গত সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর বাজারের চৌরাস্তা এলাকায় ওই পাগল মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে পাঠালে তারও করোনা পজিটিভ এসেছে।

এছাড়া করোনা শনাক্ত হয়েছে উপজেলার গোপালপুর এলাকার পাঁচজন, কুচিয়াগ্রাম এলাকার পাঁচজন, চান্দড়া এলাকার একজন ও নওয়াপাড়া এলাকার একজন। এদের সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি বা তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আলফাডাঙ্গা উপজেলার আয়তন ১২৮ বর্গ কিলোমিটার। ছোট এ উপজেলায় খুব দ্রুত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। যে হারে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তাতে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হচ্ছে। এদিকে নতুন করে অজ্ঞাত ওই পাগল ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় অনেকে চরম দুঃশ্চিতায় রয়েছেন। কারণ ওই পাগল ব্যক্তি মৃত্যুর আগে বাজারের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতো বলে জানান স্থানীয়রা।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান ঢাকাটাইমসকে বলেন, আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন ও করোনা আক্রান্ত রোগীর করণীয় সম্পর্কে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :