জামালপুরে ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২০, ২৩:০৭

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মুসলিমাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে এই চাল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের সংবাদে বিকালে উপজেলার মুসলিমাবাদ গ্রামের জনৈক ভুট্টো বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চার উদ্ধার করা হয়। উদ্ধার চাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, খাদ্য অধিদপ্তরের তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে সরকার হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে মাসে একবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করে আসছে। স্থানীয়দের ধারণা সম্প্রতি এই চাল বিতরণে উপজেলা প্রশাসনের নজদারি বাড়ানোর কারণে ডিলাররা এসব চাল আত্নসাৎ করতে বা কালো বাজারে বিক্রি করতে না পারায় তা ফেলে রেখেছে।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :