বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ মে ২০২০, ২২:৫৯
অ- অ+

মোঃ মঞ্জুর হোসেন ঈসা চেয়ারম্যান, এডভোকেট মোঃ সাইফুল ইসলাম সেকুল মহাসচিব এবং লায়ন মোঃ আল -আমিনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির তিন সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে । দপ্তর উপ-কমিটির সদস্য মারুফ সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয় ।

নভেল করোনাজনিত বির্পযয় ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসাকে পুনরায় চেয়ারম্যান ঘোষণা করা হয় এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ সাইফুল ইসলাম সেকুলকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক লায়ন আল-আমীনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২০-২০২২ সালের কার্যনিবাহী কমিটি অনুমোদন দেন উপদেষ্টা পরিষদ । সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ, একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, ভাষা সৈনিক রেজাউল করিম এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ সাদিয়া আহমেদ সমন্বয়ে গঠিত চার সদস্যের উপদেষ্টা কাউন্সিল আংশিক এ কমিটি অনুমোদন করেন। আগামী ৩১ জুলাইয়ের জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটের কমিটি সম্পন্ন করে সন্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২০ কাউন্সিল হওয়ার কথা ছিল, কিন্তু COVID 19 এর কারণে স্থগিত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা