জয়পুরহাটে বিএনপির নির্যাতিত নেতাকর্মীর পরিবারে ঈদ উপহার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ২০:৫২| আপডেট : ২৩ মে ২০২০, ২২:১৭
অ- অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মোজাহার আলী প্রধান ফাউন্ডেশন উদ্যোগে বিএনপির নির্যাতিত নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে নতুনহাট এলাকায় মোজাহার আলী প্রধানের নিজ বাসভবনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহারসামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভপতি অধ্যক্ষ শামছুল হক, আমিনুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু রাইহান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান প্রমুখ।

বক্তারা বলেন, মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। ফলে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। অবিলম্বে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা নিশ্চিত করাও এখন অতীব জরুরি। এই সরকারের আমলে অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম, জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএইচবিএফসি'র প্রথম পুরস্কার অর্জন 
কুমিল্লায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা