মাস্ক ছাড়া দোকানে গেলে ৫০০ টাকা জরিমানার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইম
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ২২:০০| আপডেট : ২৮ মে ২০২০, ২২:০৯
অ- অ+
ফাইল ছবি

মাস্ক না পরে দোকানে কেউ এলে তাকে ৫০০ টাকা যেন জরিমানা করা হয় সরকারের কাছে এমন প্রস্তাব করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এছাড়া হাঁচি-কাশি ও জ্বর নিয়ে দোকানে এলে এক হাজার টাকা জরিমানা চান দোকান মালিকরা।

বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে এই প্রস্তাবের কথা জানান।

আগামী ৩১ মে (রবিবর) থেকে রাজধানীসহ সারাদেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান তারা।

বিবৃতিতে বলা হয়, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষের জীবিকার তাগিদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই রমজান মাসে মার্কেট ও দোকান খোলা রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার ট্রেনিং সম্পন্ন করেছি। যদিও তা সত্ত্বেও শতভাগ দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণকে মাস্ক পরানো সম্ভব হয়নি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধু মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ ৮০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। এ অবস্থায় সব বিভাগীয়, জেলা ও উপজেলা শহরের দোকান মালিক সমিতি ও মার্কেট কমিটিকে অনুরোধ করা যাচ্ছে, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলে।

সরকারের কাছে ‍অনুরোধ বিশেষ করে মাস্ক না পরা ও যথাযথ শারীরিক দূরত্ব মানা না হলে ৫০০ টাকা করে জরিমানা এবং কেউ হাঁচি, কাশি, জ্বর নিয়ে লোকালয়ে গেলে এক হাজার টাকা জরিমানার বিধান রাখা যেতে পারে। আমাদের মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা।

সভাপতি হেলাল উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, ‘জরিমানার বিষয়টি আমরা সরকারের কাছে অনুরোধ করেছি। কারণ রমজান মাসে যখন মার্কেট ও দোকান খোলা রাখা হয়েছিল তখন আমরা দেখেছি অনেকেই মাস্ক পরে দোকানে আসেনি। আমরা মনে করেছি এ বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন। এটাতো হতে পারে না একজনের উদাসীনতার জন্য ভাইরাসটি অন্যজনে ছড়াবে।’

(ঢাকাটাইমস/২৮মে/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
আমদানি-রপ্তানির ট্রেজারি শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ ঘন্টায় নিহত ১৮, মোট প্রাণহানি ছাড়াল ৫৭ হাজার ২৬০
রংপুরের আট জেলার সব আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা