বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়ি সড়ক হিমাচলে (ভিডিও)

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১০:৪৮| আপডেট : ৩১ মে ২০২০, ১০:৫৫
অ- অ+

ভারতের হিমাচল প্রদেশের এক সংকীর্ণ দুর্গম রাস্তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিওটি ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের কর্মকর্তা অঙ্কুর রাপাড়িয়া নিজের টুইটারে শেয়ার করেছেন।

এই ভিডিওটিতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে হিমাচলের সংকীর্ণ এবং ভাঙাচোরা পাহাড়ি রাস্তা দিয়ে একটি গাড়ি এগিয়ে চলেছে। তবে গাড়ির এগিয়ে যাওয়া দেখে লোম খাড়া হয়ে যেতে পারে আপনার। এই ভিডিওটি হিমাচলপ্রদেশের চম্বা জেলার সচ পাসের একটি পাহাড়ে তোলা।

এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে গাড়ির ভেতর থেকেই। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রাস্তা একেবারেই চওড়া না, বরং বেশিই সংকীর্ণ। রাস্তার নিচে বরফে ঢাকা খাদ। রাস্তায় রয়েছে একটি ঝরণাও। সোজা খাদে গিয়ে পড়ছে পানি।

৫৪ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি ২৭ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। লাইক করেছেন হাজারে হাজারে মানুষ এবং মজার মজার সব কমেন্টও করেছেন মানুষ। এক নেটিজেনের কথায়, “রাস্তা দেখেই তো অজ্ঞান হয়ে গেলাম!”

ইন্ডিয়ান রোডি ব্লগ অনুযায়ী রাপাড়িয়া ২০১৯ সালের জুলাই মাসে মাহিন্দ্রা এসইউভি নিয়ে হিমাচলপ্রদেশের ‘সচ পাস' ঘুরতে গিয়েছিলেন। সেই সফর সম্পর্কে রাপাড়িয়া বলেন যে, “এমন বিচিত্র রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা।”

দেখুন সেই ভিডিও:

(ঢাকাটাইমস/৩১মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইনডিপেনডেন্ট আইএফআরএস এস-১ ও এস-২ রিপোর্ট প্রকাশ করল ব্র্যাক ব্যাংক
আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা