কোহলিদের অনুশীলনে নামানোর চিন্তায় বোর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ১২:৪২
অ- অ+

করোনা সংক্রমণ বেড়ে চললেও ভারতে ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন। তবে মাঠে ক্রিকেট কবে ফিরবে সে–ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। ক্রিকেটাররা অবশ্য ঘরে বসে নেই। লকডাউন পর্বেই ফিটনেস ধরে রাখার দিকে নজর দিয়েছেন বিরাট কোহলিরা। এবার শুধু মাঠে নামার অপেক্ষায়। সেই দিনও হয়তো আর বেশি দূরে নেই। অচিরেই আবার নেটে দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাদের।

লকডাউন শিথিল হতেই মাঠে নেমে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরাও নিউ সাউথ ওয়েলসের অনুশীলনে যোগ দিয়েছেন। কোহলিদেরও দ্রুত মাঠে ফেরার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। বোর্ডের ক্রিকেট অপারেশন ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্তারা শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে ট্রেনিং ক্যাম্প আয়োজনের জন্য কাজ শুরু করে দিয়েছেন। হয়তো খুব তাড়াতাড়িই ব্যাট–বল হাতে নেটে দেখা যাবে কোহলি–বুমরাদের। তেমনই ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল।

কোহলিদের প্রস্তুতি শুরুর ব্যাপারে ধুমল বলেন, ‘‌এই ব্যাপারে ক্রিকেট অপারেশন টিম ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্তারা কথা বলছে। আশা করছি শীঘ্রই শিবির শুরু হবে। লকডাউন নিয়ে রাজ্যগুলি এক একরকম পদক্ষেপ করছে। সেদিকে নজর রেখেই সিদ্ধান্ত নেব। ক্রিকেটাররা নিজেদের রাজ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করে অনুশীলন শুরু করতে পারে। যখন একসঙ্গে অনুশীলন করা নিরাপদ মনে হবে, তখন শিবির শুরু করা যেতে পারে।’‌ চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার আগে এই কথাই শোনা গিয়েছিল অরুণ ধুমলের মুখে।

জাতীয় শিবিরের জন্য নিরাপদ জায়গা খুঁজছে বোর্ড। ক্রিকেটারদের পৌঁছোনোর বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে। ধুমল বলেন, ‘‌সবে বিমান পরিষেবা শুরু হয়েছে। বিমান চলাচলের পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। ক্রিকেটাররা যাতে নিরাপদে পৌঁছতে পারে সেটা দেখতে হবে। ১০০ শতাংশ নিশ্চিত হয়েই তারপর জাতীয় শিবির আয়োজন করব।’‌ তবে ক্রিকেটারদের এক জায়গায় করতে কতদিন লাগতে পারে সে–বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি ধুমল। মহারাষ্ট্র ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ালেও মুম্বইয়ের ক্রিকেটারদের শিবিরে যোগ দিতে অসুবিধা হবে না বলে মনে করছেন তিনি।

(ঢাকাটাইমস/০২ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা