ইয়র্কারে বিশ্বসেরা মালিঙ্গা: বুমরাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ০৯:৪৮
অ- অ+

তার নিখুঁত ইয়র্কার ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন, সেই যশপ্রীত বুমরাহ জানিয়ে দিলেন- ইয়র্কারে বিশ্বের সেরা লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার পেসারকে বুমরাহকে ইয়র্কার শেখানোর কারিগর মনে করেন অনেকে।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন মালিঙ্গা ও বুমরাহ। তরুণ ভারতীয় পেসারকে ইয়র্কার শিল্প রপ্ত করিয়েছেন মালিঙ্গা। বুমরাহ সব সময়েই সেই কথা স্বীকার করে এসেছেন। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের ট্যুইটার হ্যান্ডলে তিনি জানিয়েছেন, মালিঙ্গাই বিশ্বে সব চেয়ে ভাল ইয়র্কার করেন। বুমরাহ বলেছেন, ‘ক্রিকেটবিশ্বে সব চেয়ে ভাল ইয়র্কার দেয় মালিঙ্গা। বহু দিন ধরে একই ধারাবাহিকতা রেখে গিয়েছে। নিজের প্রতিভাকে এ ভাবে কাজে লাগানো সহজ নয়।’

আইসিসি-র ওয়েবসাইটে সম্প্রতি করোনা পরবর্তী পরিস্থিতির ক্রিকেট নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন বুমরাহ। তিনি জানান, উৎসবের ভঙ্গি পরিবর্তন হতে পারে। জড়িয়ে ধরা অথবা ‘হাই ফাইভ’ করা যাবে না। তাতে সমস্যা নেই তাঁর। কিন্তু সুইং করানোর জন্য বল পালিশ করার পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে তাঁর। বলছিলেন, ‘আমি কখনও বেশি উৎসব পছন্দ করি না। উইকেট পাওয়ার পরে সেই অনুভূতিই আমাকে খুশি করে। বাড়তি উচ্ছ্বাস দেখানোর প্রয়োজন পড়ে না।’

তিনি যোগ করেন, ‘করোনা পরবর্তী পরিস্থিতিতে কী ধরনের নিয়ম পালন করা যাবে জানি না। কিন্তু বল পালিশের জন্য থুতুর পরিবর্ত পদ্ধতির প্রয়োজন। যা সুইং করাতে সাহায্য করবে।’

(ঢাকাটাইমস/০৫ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা