করোনা জয় করলেন ভোক্তা অধিদপ্তরের আফরোজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১৪:৫৯| আপডেট : ০৫ জুন ২০২০, ১৫:২২
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসকে (কোভিড-১৯) জয় করলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা রহমান।

বৃহস্প‌তিবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর আগে গত ২০ মে করোনায় আক্রান্ত হন তিনি।

শুক্রবার আফরোজা রহমান ঢাকা টাইমসকে জানান, দ্বিতীয়বার পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এখন তিনি সুস্থতাবোধ করছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আফরোজার স্বামী লিখেছেন, ‘শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমার সহধর্মিণী আফরোজা রহমান (ডেপুটি ডিরেক্টর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) করোনা থেকে সুস্থ হয়েছে। এর আগে গত মে মাসে সাধারণ ছুটি চলাকালীন অফিসের দায়িত্ব পালন করতে যেয়ে সে করোনা পজিটিভ হয়। ভেঙে না পড়ে, মনোবল ধরে রেখে, নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে, সাহসিকতার সাথে লড়ে আল্লাহর রহমতে আজ সে সুস্থ। আমাদের একমাত্র মেয়ে সুদিঠি (৭ বছর বয়স) যে কি না প্রচণ্ড মা-ভক্ত সেও পুরোপুরি সহযোগিতা করেছে এই কঠিন পরিস্থিতিতে। আমাদের দুজনের পরিবার, ওর অফিসের সহকর্মী, কিছু কাছের মানুষ এই বিপদের দিনে আমাদের সাহসের কারণ হয়েছে। আমরা পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছি।’

(ঢাকাটাইমস/০৫জুন/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা