যুক্তরাষ্ট্রে ওপেন খেলতে যেতে আগ্রহী নন নাদাল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১০:৩৮
অ- অ+

চলতি মাসের ১৫ তারিখ এটিপি এবং ডব্লুটিএ’র যৌথ বৈঠকে নির্ধারিত হবে চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেনের ভাগ্য। টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে তার নিরাপত্তা বিষয়ক প্রাথমিক একটা আলোচনাও সেরে রাখবে বিশ্ব টেনিসের দুই গভর্নিং বডি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি টেনিস মায়েস্ত্রো রাফায়েল নাদালকে জানতে চাওয়া হয় তিনি যুক্তরাষ্ট্র ওপেনে অংশগ্রহণ করতে আগ্রহী কীনা, তাহলে উত্তরটা অবশ্যই না। এমনটা নিজেই জানালেন স্প্যানিশ সুপারস্টার।

করোনার জেরে দু’মাস কিংবা তারও বেশি সময় ধরে বিভিন্ন দেশে লকডাউন চলার পর সম্প্রতি কিছুটা শিথিলতা এসেছে তাতে। তবে টেনিস কবে ফিরবে তার সদুত্তর নেই কারও কাছে। পাশাপাশি কত শীঘ্র নিরাপদ পরিবেশে টেনিস ফিরিয়ে আনা যাবে, তাও অজানা। এমন সময় নাদাল জানালেন, ‘আপনি যদি এই মুহূর্তে আমায় জিজ্ঞেস করেন যে আমি নিউ ইয়র্কে খেলতে যেতে ইচ্ছুক কীনা, আমি বলব না। জানি না আগামী মাসদু’য়েকের মধ্যে পরিস্থিতি কতোটা অনুকূল হবে।’

করোনা পরবর্তী সময় টেনিস ফেরানোর ব্যাপারে বিশ্বে দু’নম্বর জানিয়েছেন, ‘আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। সমাজের কাছে আমাদের আর ইতিবাচক বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের বুঝতে হবে আমরা একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আর আমার মনে হয় পৃথিবীর সমস্ত দেশের সকল টেনিস প্লেয়ার যখন নিরাপদ পরিস্থিতির মধ্যে দিয়ে পুনরায় অবাধে যাতায়াত করতে পারবে, তখনই আমাদের ফেরা উচিৎ।’

নাদাল আরও বলেন, ‘যদি এই বিষয়টা সম্ভব না হয় এবং আমি যদি ফের কোর্টে নামি তাহলে হয়তো আমি খেলবো কিন্তু মনের মধ্যে একটা বিষয় দাগ কেটে যাবে যে আমরা ঠিক কাজ করছি না।’ তবে দীর্ঘ সময় বিরতি কেরিয়ারের প্রায় সায়াহ্নে পৌঁছে যাওয়া প্লেয়ারদের কাছে কামব্যাকের ক্ষেত্রে কতোটা কঠিন? নাদাল বলেন, ‘নিশ্চয় তুলনায় বয়স্ক প্লেয়ারদের ক্ষেত্রে দীর্ঘ বিরতি একটা বড় ব্যাপার। কোর্টে ফিরে ১০০ শতাংশ উজাড় করে দেওয়ায় সমস্যা হয়। কিন্তু একইভাবে কেরিয়ারে চোট-আঘাতের কারণে এমন দীর্ঘ বিরতির অভিজ্ঞতা আমাদের আছে। তাই আমরা জানি কীভাবে ফিরতে হয়।’

গত বুধবারই ৩৪-এ পা দিয়েছেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। গত ১৫ বছরে খুব কমই এমন হয়েছে যে ফরাসি ওপেনে খেলা হয়নি লাল সুড়কির কোর্টের অবিসংবাদী নায়কের। করোনার জেরে চলতি বছর ফরাসি ওপেন আপাতত পিছিয়ে গেলেও (২০ সেপ্টেম্বর) টুর্নামেন্ট নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। যদিও এব্যাপারে আলাদাভাবে বিশেষ কিছু শোনা যায়নি রাফার গলায়।

একইসঙ্গে মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে সম্প্রতি সুর চড়াতে শোনা গিয়েছে তাঁকে। পাশাপাশি ফ্লয়েড হত্যায় মার্কিন মুলুকে যে প্রতিবাদের ধরন বেছে নিয়েছে সাধারণ মানুষ সেটাও না-পসন্দ নাদালের। তাঁর সাফ কথা, ‘সবাই চায় একটা শান্তিপূর্ণ পৃথিবী। আমরা বর্ণবৈষম্যের বিপক্ষে। কিন্তু এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

(ঢাকাটাইমস/০৬ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা